ক) সমবায় সমিতি আইন/২০০১ (সংশোধিত - ২০০২ ও ২০১৩) এবং সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর আওতায় সেবা সমূহঃ-
অত্র দপ্তরের আওতায় সকল প্রকার প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন, উপ-আইন সংশোধন নিবন্ধন এবং নিবন্ধন বাতিল করন।
প্রাথমিক সমবায় সমিতিগুলোকে অবসায়নে ন্যাসত্ম, অবসায়ক নিয়োগ এবং সমিতির নিবন্ধন বাতিল অথবা অবসায়ন কার্যক্রম বন্ধ রেখে সমিতির অসিত্মত্ব বহাল রাখার আদেশ প্রদান।
প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা কমিটির যে কোন বা সকল সদস্যকে বহিস্কার অথবা সম্পূর্ণ কমিটি ভেঙ্গে দেয়া এবং অমত্মবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের মাধ্যমে কমিটি পূনর্গঠন করা।
প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা কমিটির এক তৃতীয়াংশ সদস্য নিয়োগ দান।
জেলার সকল কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায়ের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
প্রাথমিক সমিতির অডিট ফি আংশিক হ্রাস বা সম্পূর্ণ মওকুফ করা।
জেলার সকল কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির পরিদর্শন।
সকল প্রাথমিক সমবায় সমিতির কার্যক্রম তদমত্ম ও তদমেত্মর পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
প্রাথমিক সমবায় সমিতির সদস্য/ জামিনদারগনকে বকেয়া ঋণ পরিশোধের জন্য নির্দেশ প্রদান।
সকল প্রাথমিক সমবায় সমিতির ব্যবস্থাপনা নিয়ন্ত্রন, অডিট সম্পাদন, অডিট প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
জেলাধীন সমবায় বিভাগীয় সকল প্রকল্প গ্রহণ এবং ঋণ দাদন ও আদায়ের তদারকীকরণ।
প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে বিক্রয় কর্মকর্তা নিয়োগ।
যে সকল সমবায় সমিতির শেয়ার মূলধন ৫০,০০০/- টাকার বেশি, সে সকল সমিতির নির্বাচন কমিটি ও অমত্মবর্তী ব্যবস্থা কমিটির নিয়োগ দান।
সমবায় সমিতি সম্পর্কীত তথ্যাদি প্রদান, প্রশিক্ষণ/ ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট কর্তৃক প্রশিক্ষণ প্রদান, সমবায় একাডেমী ও আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র এবং আঞ্চলিক সমবায় প্রশিক্ষনায়তনে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী মনোনয়ন ও প্রেরণ নিশ্চিতকরণ।
সমবায় সমিতির গঠন, সঞ্চয় ও আত্মকর্মসংস্থান এবং সমবেত প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তি/ গোষ্ঠির উদ্বুদ্ধকরণ এবং সমিতির কার্যাদি পরিচর্যাকরণ।
জাতীয় ও আমত্মর্জাতিক সমবায় দিবস উদ্যাপন, সমবায়ের মাধ্যমে জনসেবা, বৃক্ষরোপন ও পানি ব্যবস্থাপনা কমিটি গঠন ।
সমবায়ের মাধ্যমে স্থানীয় সম্পদ ব্যবহার করে প্রকল্প গ্রহণ, উহা বাসত্মবায়নে উদ্বুদ্ধকরণ ও পৃষ্টপোষকতার মাধ্যমে দারিদ্র নিরসন ও আর্থ সামাজিক উন্নয়ন।